বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডে অবস্থিত কয়েকশো বছরের প্রাচীন শিতলী দেবীর মন্দির পরিদর্শন করেছেন জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
শনিবার ( ৮ এপ্রিল) দুপুরে তিনি মন্দিরটি পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ শিতলী দেবীর মন্দিরের সংস্কারের জন্যে বরাদ্দ প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েত বিদ্যাভূষণ চক্রবর্তী বকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক শংকর বিহারী দাশ প্রমুখ।