বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্যে বিশ্বনাথের ছেলে ‘বদরুল ইসলাম’ কনভেনটারী ইউনিভার্সিটি থেকে এমএসসি ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে।
মেধাবী ওই শিক্ষার্থী সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়াদুবাগ গ্রামের আঙ্গুর মিয়া ও আফিয়া বেগম দম্পতির সন্তান। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে বদরুল ৫ম। তার (বদরুল) বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী ফখরুল ইসলাম সেখানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব।
পুত্র বদরুল ইসলামের সফলতায় এক প্রতিক্রিয়ায় গর্বিত পিতা আঙ্গুর মিয়া জানান, ছেলের কৃতিত্বপূর্ণ ফলাফলে আমরা গর্বিত। পুরো পরিবারসহ আত্মীয়-স্বজন তার ফলাফলে খুশি। ছেলের ভবিষ্যৎ সফলতার জন্য তিনি সবার কাছে দোয়া-আর্শীবাদ কামনা করেছেন।