মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে : সিলেট-৩ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেশের আর্ত-সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে প্রবাসীরা তাদের কষ্টার্জিত টাকায় দেশে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অবদান রাখছেন।
তিনি রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলার গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির উদ্যোগে তার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী আব্দুল মতিন তার ব্যক্তিগত উদ্যোগে গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি প্রতিষ্ঠার পাশাপাশি নর্থইষ্ট বালাগঞ্জ কলেজসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়নে যে ভূমিকা পালন করছেন তা প্রশংসার দাবিদার। তিনি গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সুমাইয়া বেগম। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মাহিয়া জাহান সুমা।
শিক্ষার্থী লামিসা রহমান নাকিবা ও তানজিনা জান্নাতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল মতিন, সিলেট জেলা পরিষদের সদস্য নাসির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী কলিম উল্লাহ বকুল, আবুল মনসুর চৌধুরী, ষ্পেন প্রবাসী আতাউর রহমান শিপু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, নর্থইষ্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান,
গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা মো. দিলু মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি আমির হোসেন নুরু, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মইনুল ইসলাম সালেহ, আওয়ামী লীগ নেতা মো. দুদু মিয়া, কৃতি শিক্ষার্থী উম্মুল খায়ের মাহি প্রমুখ। এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে একাডেমির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থইষ্ট বালাগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাদির, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. তারা মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, ইউপি সদস্য তারা মিয়া, সাবেক ইউপি সদস্য আশরাফ আলী, আওয়ামী লীগ নেতা হাজি সাইস্তা মিয়া, ইছরাক আলী, কয়েছ আহমদ, মো. চুনু মিয়া, সুহেল বারী, যুবলীগ নেতা কয়েসুল আলম কয়েস, আব্দুল শাহাদত রুকন, জুয়েল আহমদ, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সদস্য ডা. নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব একাডেমির ১২জন কৃতি শিক্ষার্থীর মধ্যে শাহনূর চৌধুরী মেধাবৃত্তি ও সনদ প্রদান করেন।