Search
Close this search box.

নয়াপল্টনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কয়েকজন নেতাকর্মী। তবে তাদের নাম জানা যায়নি।

রোববার সকালে  ভোলা জেলার চরফ্যাশন থানা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে এ সংঘর্ষের  ঘটনা ঘটে।

১৪ নভেম্বর কেন্দ্রীয় নেতারা যুবদলের সাংগঠনিক ইউনিট কমিটি ঘোষণা করেছে। কিন্তু এর বিপরীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত নেতাকর্মীরা নয়াপরতনের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কার্যালয়ে  একটি দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান চলছিল ।

এ সময় ভোলার বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি স্বাভাবিক করতে অফিসে অবস্থানরত নেতাকর্মীরা তাদের শান্ত করার উদ্যোগ নেন। কিন্তু চরফ্যাশন কর্মীরা তাদের ওপরও হামলা চালায়। এতে পুরো এলাকা আতঙ্কের পরিবেশে আচ্ছন্ন হয়ে পড়ে।

অফিসে মধ্যে দোয়া মিলাদের জন্য আসা মাদ্রাসা থেকে এতিমরাও আতঙ্কিত। পুলিশের হস্তক্ষেপে চরফ্যাশনের নেতাকর্মীরা সরে যান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত