AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেটে তিন শতাধিক পরিবার পেল জাতিসংঘের সহায়তা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ২২ - ২০২২ | ১: ৫৩ অপরাহ্ণ

সিলেটে তিন শতাধিক পরিবার পেল জাতিসংঘের সহায়তা

বিশ্বনাথনিউজ২৪::: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট, সুনাগঞ্জ ও মৌলভী বাজার জেলার ৩০০ জেলে ও মৎস্য চাষীকে সহায়তা প্রদান করেছে । প্রতিটি পরিবার পেয়েছে ৪৫ হাজার টাকা।

খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশেষ তহবিল এর জরুরি ও পুনর্বাসন কার্যক্রমের   জন‌্য বিশেষ তহবিল (এসএফইআরএ) থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা বলেন ।

গত জুনে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চল। বন্যার পর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পরিকল্পনা গ্রহণ করে। সংস্থাটির কর্মকর্তারা স্থানীয় সরকার (ইউএনও) এবং মৎস্য মন্ত্রণালয়ের সাথে ধারাবাহিক বৈঠক করেছেন।

পরবর্তীতে সিলেট জেলার বালাগঞ্জ ও গোয়াইনঘাট, সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলাকে সহায়তা কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়। স্থানীয় সরকারের তত্ত্বাবধানে এসব উপজেলার ক্ষতিগ্রস্ত জেলে ও জেলেদের তালিকা সংকলন করা হয়েছে। এরপর গত বৃহস্পতিবার  এ পরিবারগুলোকে সহায়তা করা হয়।

সহায়তাপ্রাপ্ত পরিবারগুলোর মধ্যে পঞ্চাশ শতাংশ ছিল মহিলারা প্রধান পরিবার।

আরো সংবাদ