সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা কার্যত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে । শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু দুর্বল এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু দুর্বল। এ অবস্থায় সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কার্যত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্ধিত পাঁচ দিন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়ে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি করতে পারে।