বিশ্বনাথনিউজ২৪::: সিলেটে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা-হয়রানি ও পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে এক সভার আহ্বান করেছে বিভাগীয় প্রশাসন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক সভার নোটিশ জারি করেছেন বিভাগীয় প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার অনুপমা দাস।
আগামীকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে বলে নোটিশে উল্লেখ করা হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
এতে সিলেট বিভাগীয় পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছেন সিনিয়র সহকারি কমিশনার অনুপমা দাস।