নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে (৩০ জুলাই) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত একটি পত্রে শাহ আসাদুজ্জামান আসাদকে এই দায়িত্ব প্রদান করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের মৃত্যুজনিত কারণে সভাপতি পদ শূন্য হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে শাহ আসাদুজ্জামান আসাদকে ভারপ্রাপ্ত সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।