বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন ও পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ শত পরিবারের মধ্যে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভোলপমেন্ট ট্রাষ্ট ইউকে’র পক্ষ হতে প্রত্যেক পরিবারকে ১ হাজার টাকা করে ৭ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৬ জুলাই) দুপুরে অলংকারী হাজী বাবরু মিয়া শপিং সিটিতে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়।
ট্রাষ্টের সভাপতি এম এ মল্লিক আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গয়াছ মিয়া গিয়াসের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, সাবেক চেয়ারম্যান সামসুজ্জামান সমছু, প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও আম্বরখানা আইবিবি শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ, ট্রাস্টের ট্রাষ্টি মো. মদরিছ আলী, সিলেট লেখক ফোরামের সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, সাবেক ছাত্রনেতা সিতার মিয়া, সাংবাদিক শাহিন উদ্দিন।