বিশ্বনাথনিউজ২৪ :: পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বন্যার্ত ৩ শতাধিক পরিবারের মধ্যে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ জুলাই) নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পরিবারের পক্ষ থেকে ও ইলিয়াসপুত্র আবরার ইলিয়াস অর্ণবের নির্দেশে বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর ও আতাপুর গ্রামে এবং পৌর এলাকার হাবড়া বাজার ও সত্তিশ গ্রামে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব একে রাজু, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুমেছ আলী, পৌর এলাকার ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক লিটন আহমদ, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাকির হুসেন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, ছাত্রদল নেতা পারভেজ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।