বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলায় পাহাড়ি ঢল ও টানাবর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে মরহুম আব্দুল আহাদ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ হতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আনা চৌধুরীর উদ্যোগে বুধবার (২৯ জুন) বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তালিবপুর, ছোটদিঘলী, হরিপুর, মাধবপুর, খালপার, অলংকারী ইউনিয়নের রামপুর, রহিমপুর, মীরেরগাঁও, খুরমা এবং দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়নের ভটরগাঁও, হোনারেরগাঁও, মুন্সিরগাঁও, গোপ্তরগাঁও, কারারপাড়, ধরগাঁও, নভাগ, কুড়িগ্রাম ও মর্তাসপুর গ্রামে ৬০০ পরিবারকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, ফাউন্ডেশনের প্রতিনিধি মুজিবুর রহমান, কামাল বাজার ইউনিয়ন পরিষদের মেম্বার মাসুক মিয়া, সাদু মিয়া, আতিকুর রহমান, আনোয়ার মিয়া, মমতা মালাকার, এলাকার মুরব্বি ফলিক চৌধুরী, আব্দুল কাইয়ূম মুকুল, সাজিদুর রহমান সুহেল, হাজী খছরু মিয়া প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন হাফিজ নাঈম আহমদ।