Search
Close this search box.

বিশ্বনাথে আনসার ভিডিপির সদস্যের মধ্যে ত্রাণ বিতরণ

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার বন্যার্ত ও অস্বচ্ছল শতাধিক আনসার-ভিডিপির সদস্যদের মধ্যে মঙ্গলবার (২৮) সকালে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেটের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমের পক্ষ থেকে, সিলেট রেঞ্জের উপ মহা-পরিচালক নুরুল হাসান ফরিদের নির্দেশনায় ও জেলা কমান্ডেন্ট এনামুল খানের তত্ত্বাবধানে ওই ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণের তালিকায় ছিল- চিড়া, গুড়, মুড়ি, লবন, মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও দিয়াশলাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আমির হোসেনের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রশিক্ষক হাবিবুর রহমান সাজ্জাদ, প্রশিক্ষিকা এমি বেগম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত