সিরাতুন নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের ৬নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অলংকারী ইউনিয়নের আলম নগর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা ফারুক আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমসাময়িক ইসলামী বিষয়ের আলোচক বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাস্সিরিনের সহকারী সেক্রেটারী মাওলানা মাহমুদুর রহমান দিলোয়ার।
জামায়াত নেতা আবুল কালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা দক্ষিণের মজলিসে শুরার অন্যতম সদস্য, বিশ্বনাথ উপজেলা আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা আব্দুল মুকসিত আখতার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বনাথ উপজেলার সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর হাফিজ মোহাম্মদ আলী, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নুর উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাষ্টার ওয়াইছ মিয়া, মামুন আহমদ সুবাহদার, আব্দুল জলিল, আব্দুল ওয়াদুদ, রেজাউল করিম সুবাহদার, মাহফুজুল ইসলাম নাহিদ, কাউছার আহমদ, তারেক আহমদ, আবুল কালাম, সাদিকুর রহমান, নূরুল ইসলাম, মোস্তাক আহমেদ মামুন, মাহমুদুর রহমান প্রমুখ।