Search
Close this search box.

ধর্মকে অগ্রাধিকার দিলে দেশ উন্নতি শিখরে পৌঁছানো সম্ভব: শায়খ আহমাদুল্লাহ

ধর্মকে অগ্রাধিকার দিলে দেশ উন্নতি শিখরে পৌঁছানো সম্ভব
শায়খ আহমাদুল্লাহ । ফইল ছবি
Facebook
Twitter
WhatsApp

জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ধর্মকে অগ্রাধিকার দিয়ে যে কোনো দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, গত ৫০ বছর ধরে দেশের প্রগতিশীল শক্তিগুলো ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র থেকে সরিয়ে রেখেছে এবং ধর্মকে উন্নতির প্রধান বাধা হিসেবে তুলে ধরেছে।

তিনি উদাহরণ হিসেবে মালয়েশিয়া উল্লেখ করেন যেখানে ধর্মকে রাষ্ট্রের কেন্দ্র হিসেবে বিবেচনা করে দেশটি উন্নতির শিখরে পৌঁছেছে। মালয়েশিয়ার সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম উল্লেখ করা হয়েছে এবং অন্য ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে একটি মসজিদ রয়েছে এবং সরকারি কর্মকর্তারা নিয়মিত নামাজ পড়েন।

আরও পড়ুন :: ওমরাহ যাত্রীদের টিকেটে বিশেষ ছাড় দিল বি’মান

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন মালয়েশিয়ার মত অন্যান্য দেশও রাষ্ট্রধর্মকে স্বীকার করে এবং সেসব দেশ উন্নতি করেছে। তার মতে, বাংলাদেশে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে গুরুত্ব দেয়া হতো তবে দেশের উন্নতি নিশ্চিত হতো।

তিনি প্রশ্ন তোলেন কিভাবে ধর্মের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি দেশের উন্নতির পথে বাধা হতে পারে যখন উন্নতির একাধিক সফল উদাহরণ রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত