AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ফ্রান্সের অর্থায়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২৯ - ২০২২ | ৭: ০৭ অপরাহ্ণ

20220524 161529

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ফ্রান্সের অর্থায়নের বৃহত্তর কামাল বাজার এলাকার বন্যা কবলিত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গ্রেটার কামাল বাজার স্পোটর্স ডেভেলপমেন্ট এসোসিয়েশনের ব্যবস্থাপনায় তালিবপুর আয়েশা-মনোয়ারা মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ বিতরণ করা হয়।

গ্রেটার কামাল বাজার স্পোটর্স ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকব্বির আলীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ফ্রান্স শাখার যুগ্ম আহবায়ক কামাল হোসেন। বক্তব্য রাখেন কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, তালিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, গ্রেটার কামাল বাজার স্পোটর্স ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজম আলী, সাংগঠনিক সম্পাদক খলিল আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান খালেদ, জেলা তাতী লীগের উপ অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন ও যুবলীগ নেতা আবুল হোসেন। দোয়া পরিচালনা করেন আয়েশা-মনোয়ারা মেমোরিয়াল দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুস সালাম।

অনুষ্ঠানে সংগঠক আনোয়ার হোসেন, রুমন মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Aminul Haque scaled