Search
Close this search box.

সিলেটে ত্রাণ নিয়ে আসার পথে দুর্ঘটনার শিকার গণস্বাস্থ্য কেন্দ্রের গাড়ি

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪:::  নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের ত্রাণবাহী একটি পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় চালক ও তার সহকারী আহত হয়েছেন। আজ সোমবার (২৩ মে) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক মো. সেলিম মিয়া (২৮) ও তার সহকারী নজরুল ইসলাম। তবে চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

চালকের সহকারী নজরুল ইসলাম বলেন, আমরা সিলেটে বন্যার্তদের জন্য শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে নরসিংদীর মাধবদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হয় চালক সেলিম। ঘটনার পর আমাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পরই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে আহতদের জন্য সাহায্য চেয়েছেন।

ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক (ইনচার্জ) নূর হায়দার তালুকদার বলেন, বাস এবং পিকআপ ভ্যান আমাদের হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক আছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত