Search
Close this search box.

বিশ্বনাথে সাকিব কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী বিতরণ

Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীরা দেশ ও জাতির কল্যাণে দীর্ঘকাল থেকেই গূরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে সমাজের অসহায়-দরিদ্র মানুষের কল্যাণ কাজ করে যাচ্ছেন। তাই আমাদের সবারও উচিত প্রবাসীদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া।

তিনি মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ‘সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী সেলিম আহমদের অর্থায়নে এলাকার ১৮০টি অসহায় দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি পিয়াজ, ১ কেজি ছানা, ১ কেজি ডাল, আধা কেজি লবন ও ১ লিটার সোয়াবিন তেল।

ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মনরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার ফজলুল হক, আব্দুর রব রাজু, সংগঠক আব্দুল হাই জিহাদী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইফপাত আহমদ সানী।

এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, আওয়ামী লীগ নেতা শানুর মিয়া, আক্তার হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার হবিবুল ইসলাম, আব্দুল মতিন, ফখরুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত