Search
Close this search box.

দক্ষিণ সুরমায় ইউপি সদস্যের বিজয়ে আলোচনা ও দোয়া মাহফিল

বিশ্বনাথনিউজ২৪ :: দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য হাফিজ মাওলানা ক্বারী ওয়ারিছ উদ্দিন আল-মাসউদ’র জয়লাভ উপলক্ষে আলোচনা সভা ও শোকরানা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ জানুয়ারি) দুপুরে স্থানীয় বাদেশপুরস্থ তার গ্রামের বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়েছ আহমদ। সভাপতিত্ব করেন জালালপুর ডিগ্রি কলেজ গভর্ণিং বডির সদস্য ডা. মাহবুব আলম। শুভেচ্ছা বক্তব‌্য রাখেন নবনির্বাচিত ইউপি সদস্য হাফিজ মাওলানা ক্বারী ওয়ারিছ উদ্দিন আল-মাসউদ।

জালালপুর প্রবাসী গ্রুপের সভাপতি, ডা. মাহমুদ আলী মাস্টার ফ্যামিলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী উবায়দুর রহমান মাছুমের সৌজন্যে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ শাহিন, ৯নং ওয়ার্ডের বর্তমান সদস্য কুতুব আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, প্রবীণ মুরুব্বি ইলাছ মিয়া, ছুরাব আলী, মকদ্দছ আলী, ফজলু মিয়া, হাজী আব্দুল হামিদ, আতাউর রহমান, আক্তার মিয়া, যুবসমাজের সদস্য হাফিজ মিনহাজ উদ্দিন নানু, আমির আলী, হাফিজ মাওলানা শাহেদ আহমদ, হাফিজ ফখরুল ইসলাম, সাবুল মিয়া, সুলেমান আহমদ, নজরুল ইসলাম, আলী আহমদ সুমন, সাইদুল ইসলাম, আবু বকর জাভেদ, আব্দুল হক, মুহিবুর রহমান, কাওসার আহমদ, আবু সুফিয়ান নাদের, সেকুল ইসলাম, রাহেল আহমদ, মোহাম্মদ আলী, মকবুল আলী, জামাল হোসেন, জিয়াউদ্দিন, নূরুল ইসলাম, অলিদ হোসেন প্রমুখ।

আরও খবর