Search
Close this search box.

নাজিরবাজারে আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নাজিরবাজারে আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টারে মেডিকেল ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ, বিদায় সংবর্ধনা ও আইইএলটিএস কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কোর্সের উপর ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে নাজির বাজারস্থ খান মার্কেটস্থ আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষরে সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম। লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক ডাঃ সুজল চন্দ্র পাল, হাফিজ মজুমদার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাজহারুল হক, কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আখতার আলী, লালাবাজার ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আবুল কালাম, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আহমদ, সমাজসেবক ডাঃ মিফতাহুল হক, লালাবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ, জাফরাবাদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজাউল করিম, সাংবাদিক শাহিন উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান শামছুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের আইইএলটিএস শিক্ষক হাসান আহমেদ ও কম্পিউটার শিক্ষক জুনেদ আহমেদ।

অনুষ্ঠানে চকের বাজার মাদ্রাসার সুপার আবু সালেহ আল মাহমুদ, বিবিদইল স্কুলের শিক্ষক মেহেদী হাসান, জাফরাবাদ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আমিনা বেগম, রেজওয়ান করিম, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন, পুস্পকলি একাডেমীর পরিচালক আব্দুল জব্বার, খান কোচিং সেন্টারের শিক্ষিকা ফারজানা বেগম ও সুবর্ণা বেগমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খান স্যোসিয়েল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং খান ফ্রি মেডিকেল ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব হাফিজ জিলু খানের তত্ত্বাবধানে নাজির বাজারে আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার, খান আইইএলটিএস একাডেমী, খান কোচিং সেন্টার, খান কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং খান টেইলাস্ ট্রেনিং সেন্টার পরিচালিত হয়ে আসছে।

আরও খবর