Search
Close this search box.

সিলেট বারের প্রবীণ আইনজীবী সুভাষ চন্দ্র ভৌমিকের পরলোকগমণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জজ কোর্টের প্রবীণ আইনজীবী সুভাষ চন্দ্র ভৌমিক (৭৬) পরলোকগমণ করেছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর রামের দিঘিরপাড়স্থ নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আশ্রবপুর গ্রামে। তিনি দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভোগছিলেন।

এডভোকেট সুভাষ চন্দ্র ভৌমিক কর্মজীবনের শুরুতে সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলংকারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর শিক্ষকতা পেশা পরিবর্তন করে ১৯৮৫ সালে তিনি আইন পেশায় নিয়োজিত হন এবং দীর্ঘদিন তিনি সিলেট জজ কোট বারে কাজ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন। পুত্র রাজু ভৌমিক সিলেট জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।

আগামীকাল রবিবার সকালে গ্রামের বাড়িতে এডভোকেট সুভাষ চন্দ্র ভৌমিক এর শেষকৃত সম্পন্ন করা হবে।

আরও খবর