বিশ্বনাথনিউজ২৪ :: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার সহ সভাপতি রাসেল মিয়ার উপর হামলা করা হয়েছে। ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপর অতর্কিতভাবে এই হামলা করেছে, এমনটাই দাবি করছেন শিবির নেতৃবৃন্দ।
গত রবিবার সন্ধ্যায় দলীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে উপজেলার বৈরাগী বাজারে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা রাসেল মিয়াকে সিএনজি চালিত অটোরিক্স্রা থেকে নামিয়ে তার উপর এই হামলা চালায়। হামলায় রাসেল মিয়ার এক হাত ভেঙ্গে গেছে। এসময় হামলাকারীরা রাসেল মিয়াকে বহনকারী সিএনজি গাড়ীটি ভাংচুর করে। পরে প্রত্যেক্ষদর্শীরা রাসেল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাসাধীন রয়েছেন। এঘটনায় এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে।
এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ছাত্র শিবির নেতৃবৃন্দ।