বিশ্বনাথে অ্যাডভোকেট মুজিবুর রহমানের পক্ষ হতে বস্ত্র বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দুই শতাধিক নারী-পুরুষের মধ্যে ঈদের বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রবাসী অ্যাডভোকেট মুজিবুর রহমানের উদ্যোগে শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হামন্দরচক গ্রামস্থ তার নিজ বাড়িতে ওই ঈদবস্ত্র বিতরণ করা হয়।

ঈদবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, আওয়ামী লীগ নেতা সফর আলী, আব্দুন নূর, আব্দুল মনাফ, পরিমল দাশ, আব্দুর রশিদ, সমুজ আলী, আতাউর রহমান কালু, বাবুল মিয়া, আব্দুস সোবহান, ছৈদুর রহমান, যুবলীগ নেতা জয়নাল আহমদ, সংগঠক হাজী আসাব উদ্দিন, আবুল ফয়েজ, রুহুল আমীন, কয়েছ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা নূর মোঃ জিহাদী। এসময় ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ১৫০ জন পুরুষকে লুঙ্গি ও প্রায় ১২০ জন নারীকে শাড়ী প্রদান করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪