ফেক আইডির অপপ্রচারে পুলিশের শরণাপন্ন প্যানেল চেয়ারম্যান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: একের পর এক ফেক ফেসবুক আইডিতে করা অপপ্রচারে অতিষ্ঠ হয়ে থানা পুলিশের শরণাপন্ন হয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক এনাম। সোমবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন তিনি। যার নম্বর ১২৯৫।

সাধারণ ডায়েরীতে এনামুল হক এনাম উল্লেখ করেন, অজ্ঞাত নামধারী ব্যক্তিগণ ‘ডেইলি বিশ্বনাথ’, ‘এনাম-আকমল পরিষদ’ ও ‘প্রতিবাদী কণ্ঠ’ নামের ফেক ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে আমার নামে মানহানিকর অপপ্রচার ও বিরূপ মন্তব্য করে আসছে। তারা যেকোন সময় তাদের ফেক আইডি ব্যবহার করে আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসাতে পারে। এই অবস্থায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা সাধারণ ডায়েরী দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪