Search
Close this search box.

এমপি মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় যুবলীগ নেতা আটক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে স্থানীয় এমপি ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের গাড়িতে হামলার ঘটনায় দবির মিয়া নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। সে উপজেলার দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মিয়াজানেরগাঁও গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র। মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাবড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা জানান, হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, সোমবার (১০ আগস্ট) বিশ্বনাথ উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় যোগদানের পথিমধ্যে (উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে) পুলিশি প্রটোকলে থাকা এমপি মোকাব্বির খানের  গাড়িতে হামলা করা হয়। হামলায় গাড়ির সামনের গ্লাস ফেটে যায়, তবে এমপি মোকাব্বির খানসহ তাঁর সঙ্গিয় লোকজনের কোন  ক্ষয় ক্ষতি হয়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪