বিশ্বনাথনিউজ২৪ :: ফ্রান্সের সারজি এলাকায় খুন হয়েছেন সিলেটের বিশ্বনাথের যুবক জালাল (৩০)। শনিবার (১৮ জুলাই) স্থানীয় সময় মধ্যরাতে আফ্রিকান ২ জন মিলে তাকে হত্যা করে । নিহত জালাল বিশ্বনাথ উপজেলার ধীতপুর গ্রামের মৃত আম্তর আলীর ছেলে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে নিহতের বড়ভাই যুক্তরাজ্য প্রবাসী আহাজ মিয়া জানান, জালাল ফ্রান্সের স্যারজি এলাকাতে সরকারি একটি বাসায় আর একজন বাংলাদেশী সহ দুই আফ্রিকান নাগরিকের সাথে একত্রে বসবাস করতেন। শনিবার স্থানীয় সময় মধ্যরাতে আফ্রিকান ২ জন মিলে তাকে হত্যা করে । পরে প্যান্টের বেল্ট দিয়ে পালঙ্কের খুঁটির সাথে ঝুলিয়ে রাখে জালালের মৃতদেহ ।
তার এক বন্ধুর কাছ থেকে জানা গেছে, জালাল গত কিছুদিন আগে ৭০০ ইউরো দামের একটি মোবাইল ফোন কিনেছে ও তার কাছে নগদ কিছু ইউরো ছিল । ধারণা করা হচ্ছে এই মোবাইলের কারণে হত্যাকাণ্ড হতে পারে। শেষ খবর পাওয়া পর্যন্ত, লাশটি পুলিশ হেফাজতে রয়েছে। রুমের বাকি তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে।