কেউ পাশে নেই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

।। সমুজ আহমদ সায়মন।।

আমি জীবনের দীর্ঘ পথ পেরিয়ে
আজ মরণের মুখোমুখি দাঁড়িয়ে,
কাঁধে নিয়ে বিশাল পাপের ঝুলি
ভাবছি হারানো অতীতের দিনগুলি।

সুপথ ছেড়ে কুপথে চলেছি
সত্য ও সুন্দর চরণে দলেছি,
তুচ্ছ এ ভূবনের মিথ্যা মায়ায়
পাপ করেছি যাদের প্ররোচনায়;
তারা কি আজ নিবে এ পাপের ভার?
কেউ পাশে নেই, পাপ পূণ্য যার যার।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪