।। সমুজ আহমদ সায়মন।।
আমি জীবনের দীর্ঘ পথ পেরিয়ে
আজ মরণের মুখোমুখি দাঁড়িয়ে,
কাঁধে নিয়ে বিশাল পাপের ঝুলি
ভাবছি হারানো অতীতের দিনগুলি।
সুপথ ছেড়ে কুপথে চলেছি
সত্য ও সুন্দর চরণে দলেছি,
তুচ্ছ এ ভূবনের মিথ্যা মায়ায়
পাপ করেছি যাদের প্ররোচনায়;
তারা কি আজ নিবে এ পাপের ভার?
কেউ পাশে নেই, পাপ পূণ্য যার যার।