AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে’র উদ‌্যোগে ত্রাণ বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ৬ - ২০২০ | ৮: ৪০ অপরাহ্ণ

101555840 276248580236365 9156170801851377306 n

ওসমানীনগর প্রতিনিধি :: করোনা ভাইরাসের সংক্রমণ আজ বিশ্ববাসীর স্বাভাবিক জীবন যাত্রা কে স্তব্ধ করে দিয়েছে। বৈশ্বিক এই মহামারিতে সবচেয়ে বেশি অসহায় অবস্থায় পড়েছে শ্রমজীবী, দিনমজুর, অসহায় মানুষ। মানবজাতির এই চরম সংকট ময় মূহুর্তে কর্মহীন সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে শিক্ষার উন্নয়ন ও আর্ত মানবতার কল্যাণে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত জনপ্রিয় সামাজিক সংগঠন দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরাম ইউকে। সংগঠনের উদ‌্যোগে সিলেটের ওসমানী নগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৪৬ টি গ্রামের ৮০০ শতাধিক হতদরিদ্র পরিবারদের মাঝে দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরামের উদ্দোগে প্রথম পর্যায়ের ত্রাণ বিতরণের কাজ শুরু হয়েছে।

শনিবার স্থানীয় ইউনিয়নের কুরুয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ৪ টি ওয়ার্ডের ২০ টি গ্রামের ৪২৫ টি দরিদ্র, ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে সর্বোচ্চ মানের ১৫ কে,জি করে চাউল বিতরণ করা হয় । ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান শেখ তাজ মো. ফখর উদ্দীন।

এসময় যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আব্দুল আউয়াল, ফোরামের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আমির হোসেন, সাংবাদিক এম এ মতিন, এডভোকেট মুজিবুল হক, ইউপি সদস্য আফরোজুল হক, ফয়ছল আহমদ, জয়নাল মিয়া, শেখ আবদুল হাই, সৈয়দ রইছুর রহমান, শাহ জামাল আহমদ, ইমাদ উদ্দীন লিলু, হেলাল আহমদ, লিপন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্ত মানবতার সেবায় দয়ামীর ইউনিয়ন এডুকেশন ফোরামের ত্রাণ বিতরণ সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদী ইউনিয়নবাসী। ত্রাণ সহায়তা প্রদান করার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনছার উদ্দীন, প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক সাইদুল আলম চৌধূরী, আবুল ফয়েজ, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, সদস‌্য আলহাজ আবদুল আজিজ, আলহাজ সিরাজুল ইসলাম, হাজী আসাদ মিয়া, সৈয়দ হাবিবুর রহমান হিরণ, ফয়জূর রহমান ফয়েজ,বদরুল আলম, মুজিবুর রহমান, হাজী মকবুল আলী, আবুল বাইচ কামরুল, আবদুর রকিব, জাকির হোসেন জায়গীরদার,আবুল কালাম সরকার, বদরুল ইসলাম, আজিজুর রহমান কোরবান, ময়নুর রশীদ, মোহিত রহমান লয়লা, তাজুদুর রহমান ময়না, ফয়জুল হক শিপলু, আবদুল ফাহিদ, শাহজান আলী, দিলশাদ হোসেন, হাফিজ মামুন আহমদ, মাছুম আহমদ নেপুর ও শেখ বাহা উদ্দীন সহ সংগঠনের সকল সদস‌্যবৃন্দকে ধন্যবাদ জানান বক্তারা।

Aminul Haque scaled