বিশ্বনাথনিউজ২৪ :: করোনাভাইরাসের সংকটময় মুহুর্তে যুক্তরাজ্যের নরউইচ শহরে বসবাসরত প্রবাসীদের পক্ষ হতে সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা এম এ শহীদ চৌধুরীর তত্বাবধানে বুধবার (২০মে) এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- চাল, পেঁয়াজ, আলু, গুড়া মরিচ, লবন, চিনি, ময়দা ও ভোজ্য তেল।
বিতরণকালে উপস্থিত ছিলেন- সমাজসেবক তরিকুল ইসলাম (সাবেক মেম্বার), আব্দুল বারী, মকসুদ আহমেদ, বশির মিয়া, আজির উদ্দিন, মতিন মিয়া, রইছ আলী, হেলাল মিয়া, সেলিম উদ্দিন, শাহিন আহমদ, আলাল মিয়া, মনির উদ্দিন, একরামুল হক, মানিক মিয়া, মস্তফা মিয়া, মন্তাজ আলী, মহরম আলী প্রমুখ।
খাদ্যসামগ্রী প্রদান করায় এলাকার পক্ষ থেকে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানানো হয়।