বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ ঘরবন্দি। খাদ্যের অভাবে অসহায় হয়ে পড়েছেন দরিদ্র মানুষ। এমন পরিস্থিতিতে সিলেট নগরীর বিভিন্ন এলাকার অসহায় খেটে-খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। তিনি নিজ উদ্যোগে বিভিন্ন ব্যক্তিবর্গের সহযোগীতায় বিতরণ করছেন খাদ্যসামগ্রী।
এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথের কৃতিসন্তান লুৎফুর মিয়ার অর্থায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট নগরীর ৪ নং ওয়ার্ডের আম্বরখানা সরকারি কলোনি স্কুল মাঠে শতাধিক দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন আলম খান মুক্তি।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর মিয়া, সাহেল মিয়া, আসকর আলী, রিয়াজ মিয়া, সংগঠক কয়েছ আহমেদ, রূপম আহমেদ, এমদাদ হোসেন, আমিনুল ইসলাম, হানিফ খান, অনুজ তালুকদার, উজ্জ্বল আহমেদ, তানভীর হোসেন তুহিন’সহ অনেকেই।
খাদ্যসামগ্রী বিতরণকালে আলম খান মুক্তি জানান- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে তিনি তার নিজ উদ্যোগে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।