দক্ষিণ সুনামগঞ্জ প্রবাসী এসোসিয়েশনের সম্মেলন সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত দক্ষিণ সুনামগঞ্জ প্রবাসী এসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে গত ১৩ জানুয়ারী। পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি রেজাউল কবির জায়গীরদার রাজা।

সাধারণ সম্পাদক দিলাওর হোসেইন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার ভিক্টোরিয়া ওবেইজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মোস্তফা, আহবাব মিয়া, শফিক আহমেদ, আঙ্গুর আলী, শফিউল আলম বাবু, মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব জমির উদ্দীন, আবু তাহের চৌধুরী, আবু লেইছ প্রমুখ।

সভাপতির স্বাগত বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুস শহীদ, মামুন আহমেদ, হাসান মিয়া, আলহাজ্ব ইকবাল হোসেইন, সাইদুর রহমান, রুপা মিয়া, ক্বারী হাফিজ আব্দুন নূর, ইকবাল আহমেদ, মনোয়ার হোসেইন, সাইদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে সাধারণ সম্পাদক দিলাওর হোসেইন সংগঠনের বিগত দিনের রিপোর্ট ও কোষাধ্যক্ষ মমিন খাঁন আর্থিক রিপোর্ট পেশ করেন।

দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিকলেইন জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ইকবাল হোসেইন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মির্জা আসহবান বেগ। নির্বাচনে সর্বসম্মতিক্রমে আবু লেইছকে সভাপতি, দিলাওর হোসেনইকে সাধারণ সম্পাদক ও জাকির চৌধুরীকে ট্রেজারার করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির সদস্যরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠান প্রস্তুতীর সার্বিক দায়িত্বে ছিলেন ইকবাল হোসেইন, সাইদুর রহমান, আব্দুস সালাম ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. রোয়াব উদ্দনি।

পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি আবু লেইছ, সহ সভাপতি ইকবাল হোসেইন, মমিন খান, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেইন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আব্দুস শহীদ, কোষাধ্যক্ষ জাকির হোসেইন চৌধুরী, সহ কোষাধ্যক্ষ তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মামুন মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, মেম্বারসীপ সেক্রেটারী আব্দুল মুহিত, সাংস্কৃতিক সম্পাদক সালেহ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেইন, আপ্যায়ন সেক্রেটারী এমরান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামিমুর রহমান। কার্যকরি কমিটির সদস্য আব্দুস বাহার, সাদেক মিয়া, আনোয়ার হোসেইন, সাজ্জাদ মিয়া, মনোয়ার হোসেইন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪