Search
Close this search box.

জগন্নাথপুরে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

Facebook
Twitter
WhatsApp

জগন্নাথপুর প্রতিনিধি :: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় জগন্নাথপুর উপজেলা তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের পশ্চিম ভবানীপুর এলাকায় আফছর উদ্দিন ভূঁইয়ার বাড়িতে এই বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে নারীর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিবাহ, যৌতুক, নারী স্বাবলম্বিতা, অর্থনৈতিক কর্মকান্ডের ভূমিকা সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রমের উপর বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাতের সভাপতিত্বে ও সহকারী মুক্তা রানী দাশের পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহ্ফুজুল আলম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার। বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মায়া রানী গোপ।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত জানান, ইতিপূর্বে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাসিলা গ্রামে উঠান বৈঠকে সেবা গ্রহীতারা তথ্য সেবার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পের স্বাস্থ্য সেবা পেয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত