Search
Close this search box.

পুনরায় চালু হচ্ছে বিমানের সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট

বিমানের সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স । পুরাতন ছবি
Facebook
Twitter
WhatsApp

আবারও নতুন করে চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-কক্সবাজার সরাসরি ফ্লাইট। আগামী ৩১ অক্টোবর থেকে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। এই তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার।

বিমান সূত্রে জানা যায়, সাপ্তাহিক বৃহস্পতিবার ও রবিবার সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। উক্ত দু’দিন সকাল ৮টা ৫০ মিনিটে সিলেট থেকে ছেড়ে ফ্লাইট সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। একই দিন সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে আসা ফ্লাইট দুপুর ১২টা ১৫ মিনিটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছাবে।

আরও পড়ুন:: সিলেটে বালুর গাড়িতে মিলল ৮৫ বস্তা চিনি

উল্লেখ্য, ২০২০ সালের ১২ নভেম্বর যাত্রী চাহিদা এবং অভ্যন্তরীণ পর্যটনের বিকাশের জন্য সিলেট-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সময় এই রুটে ফ্লাইট বন্ধ হয়ে যায়, তবে পরবর্তীতে বিরতি দিয়ে ফ্লাইট পরিচালিত হতে থাকে। সর্বশেষ গত হজ মৌসুমে এই সরাসরি ফ্লাইটটি বন্ধ হয়ে যায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত