AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাচন ৩ নভেম্বর

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: অক্টোবর - ৩০ - ২০১৯ | ১০: ২৭ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন নিয়ে গঠিত দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক নির্বাচন। এতে সভাপতির পদ ছাড়া বাকী ২০টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনকে সামনে রেখে তহুর-লাভলু-সেলিম পরিষদের উদ্যোগে গত ২৮ অক্টোবর সোমবার এক নির্বাচনী সভা পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে অনিষ্টিত হয়।
বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব প্রবীণ মুরব্বি আলহাজ আব্দুল আজীজের সভাপতিত্বে এবং দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক জুনা চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ কামরুল আলী।
সভায় অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল ফয়েজের ভিডিও বার্তার ভুল তথ্যের ব‌্যখ‌্যা দিয়ে তহুর-লাভলু-সেলিম পরিষদের ২১জন ও উপস্থিত ট্রাস্টিবৃন্দ সহ সকলের মতামতের ভিত্তিতে যুক্তি খন্ডন করে লিখিত বক্তব্য পাঠ করেন দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রতিষ্টাতা সভাপতি মফিদুল গণী মাহতাব।
নির্বাচনকে সামনে রেখে দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন, মইজুল ইসলাম শাহজাহান, হাজী ছিদ্দেক আলী, আং হক নুনু, সভপতি প্রার্থী তহুর আলী, আলমাছ খাঁন, সাধারণ সম্পাদক প্রার্থী মুহিবুর রহমান লাভলু, কোষাধক্ষ প্রার্থী সেলিম মিয়া, সোলেমান উল্লাহ, শাহ একলিম হোসেন, আব্দুছ ছত্তার ইমন, ইকবাল আহমদ, আং খালিক, শিব্বীর আহমদ শিবলী, সৈয়দ শফিউল ইসলাম, আং রহিম, মিছবাহ আহমদ, মোস্তাক আহমদ, কামরুল আলী, মবশ্বির আলী, আবুল কালাম প্রমূখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ৩ নভেম্বর রোববার দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর দ্বি-বার্ষিক নির্বাচনে ‘অসহায় মানুষের মুখে হাসি দান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সভাপতি পদপ্রার্থী তহুর আলীকে বিপুল ভোটে নির্বাচিত করে ট্রাস্টের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ