বিশ্বনাথনিউজ২৪ :: শিশু কিশোরদের ভালো ফুটবলার হিসেবে গড়ে তুলার উদ্দেশ্য নিয়ে ২০০৫ সালে গঠিত হয় টাওয়ার হ্যামলেটস ইয়ুথ লীগ ইউনাইটেড। ক্লাবটি সারা বছরই টাওয়ার হ্যামলেটসসহ আশপাশ বারার শিশু কিশোরদের সাপ্তাহিক ফুটবল প্রশিক্ষন দিয়ে থাকে। আর গত বছর থেকে খুদে খেলোয়াড়দের উৎসাহ দিতে চালু করে বার্ষিক এওয়ার্ড সিরেমনি। গত বছরের ধারা বাহিকতায় এবার দ্বিতীয় এওয়ার্ড সিরেমনি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ২ জুলাই মঙ্গলবার। পূর্ব লন্ডনের বেথনালগ্রীনের অক্সফোর্ড হাউজে অনুষ্ঠিত এওয়ার্ড সিরেমনিতে ৭০জন শিশু কিশোরকে বিভিন্ন বয়স ভিত্তিক ক্যাটাগরিতে এওয়ার্ড দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে টাওয়ার হ্যামলেটস ইয়ুথ লীগ ইউনাইটেড এর খুদে খেলোয়াড়রা সচেতনামূলক ফুটবল নাটক প্রদর্শন করে। পরে বর্ষ সেরা খেলোয়াড়, গোল কিপার, গোল দাতা, সেরা ম্যানেজার, ক্লাব কর্মকর্তাসহ অভিভাবকদেরও এওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।
জাহির মিয়া ও জায়েলা ওদিসিনার যৌথ পরিচালনায় এওয়ার্ড সিরেমনির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের চেয়ারম্যান মাসুদ আহমদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইয়াং মেয়র জামি বারী, লেখক ডেনিস আকিনমুলাসিরি, কাউন্সিলার সদরুজ্জামান খান, ওয়াফফিল্ড ট্রিনিটি ট্রাস্টের এলিনি চার্স, সংগঠনের সহ সভাপতি আনোয়ার মিয়া, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সহ সাধারণ সম্পাদক সাইফুল আলম, ট্রেজারার ইউনুছ আলী, সদস্য রানা মিয়া, সুমন আহমদ, সেবুল মিয়া, সামসুল আলী, ফয়সল মিয়া, আব্দুর রব, হাবিবুর রহমান, রাসেল চৌধুরী, রফিক ইসলাম প্রমুখ।