AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সুইন্ডনের মেয়রের আমন্ত্রনে শাহজালাল মসজিদে ইফতার মাহফিল

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ১৯ - ২০১৯ | ২: ২৭ পূর্বাহ্ণ

swindon mayor

swindon mayorবিশ্বনাথনিউজ২৪ :: সুইন্ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার জুনাব আলীর আমন্ত্রনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার। স্থানীয় হযরত শাহ জালাল মসজিদে অনুষ্টিত ইফতার মাহফিলে স্থানীয় নন মুসলিম নেতৃবৃন্দ অংশনেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় রমাদ্বানের তাৎপর্য্য গুরুত্ব তুলে ধরা হয়। এধরনের অনুষ্ঠান প্রতিবেশী নন মুসলিমদের সাথে মুসলিম সম্প্রদায়ের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে মতদেন বক্তারা।
সভায় বক্তব্য রাখেন মেয়র জুনাব আলী, লর্ড লেফটেন্যান্ট অফ ওয়েলশায়ার শারা রোজ টর্ফটন, স্থানীয় পুলিশ কমিশনার আঙ্গুস পার্গেসন, রয়েল উটন বাসিট কাউন্সিলের মেয়র স্টিভ ওয়ার্টস, লেবার নেতা সারা চার্জ, কনজাভেটিব নেতা এনামুল হক চৌধুরী, কমিউনিটি নেতা আফরোজ আলীসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ।

আরো সংবাদ