দক্ষিণ সুরমায় ছাত্রলীগের হামলায় কলেজ ছাত্র আহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন দক্ষিণ সুরমা কলেজের স্নাতক প্রথম বর্ষের মেধাবী ছাত্র মো. জাবেদ আহমদ। গতকাল মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে কলেজের গেইটের সামনের এ ঘটনা ঘটে। হাতে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হলে তাকে রক্তাক্ত অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মো. জাবেদ আহমদ সিলেটের বিশ^নাথ উপজেলার বিদায় সুলপানি গ্রামের মো. গৌছ আলীর পুত্র।

জানা গেছে, সম্প্রতি দক্ষিণ সুরমা কলেজের নবীণবরণ অনুষ্ঠানে ছাত্রলীগকে কটাক্ষ করে বক্তব্য রাখায় মো. জাবেদ আহমদ এর উপর ক্ষিপ্ত হয়ে উঠেন ছাত্রলীগ নেতাকর্মীরা। আর এরই জের ধরে গতকাল কলেজ গেইটে তার উপর হামলা করা হয়।

এব্যাপারে মো. জাবেদ আহমদের পিতা মো. গৌছ আলী বলেন ‘আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যেই তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪