Search
Close this search box.

সিলেট কঠোর নিরাপত্তায় চলছে ভোটযুদ্ধ

Facebook
Twitter
WhatsApp

Syl Pic-1রফিকুল ইসলাম কামাল :: দেশব্যাপী ২৩৪ পৌরসভায় বুধবার সকাল থেকে শুরু হয়েছে ভোটযুদ্ধ। তন্মধ্যে সিলেট বিভাগের ১৬টি পৌরসভায়ও সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আজ বুধবার সকাল থেকে সিলেট বিভাগের ১৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তন্মধ্যে সিলেট জেলার ৩টি, সুনামগঞ্জে ৪টি, মৌলভীবাজারে ৪টি এবং হবিগঞ্জে ৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসব পৌরসভায় মেয়র পদে ৭৫ জন, কাউন্সিলর পদে ৫৮৪ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এসব নির্বাচনী এলাকার ৩ লাখ ৪০ হাজার ভোটার অধীর আগ্রহে তাকিয়ে আছেন আজকের ভোটযুদ্ধের দিকে।

এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিলেটের ১৬ পৌরসভায় নামানো হয়েছে ১৯ প্লাটুন বিজিবি। এছাড়া র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত