
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্রয়ডন এর উদ্যোগে বিজয় দিবস উদযাপন
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ২১ - ২০১৫ | ১১: ৪২ অপরাহ্ণ | সংবাদটি 446 বার পঠিত

অত্যান্ত আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উদযান করেছেন ক্রয়ডন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘ক্রয়ডন ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্রয়ডন’। বিজয় অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক নতুন প্রজন্মের শিশু-কিশোর ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি নেসার আলী লিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হক সাদিক এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র পেট্রশিয়া হো জাস্টিস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাঔেন জিএলএ মেম্বার স্টীভও কনেল, কাউন্সিলার হুমায়ুন কবির, কাউন্সিলার শফি খান, কমিউনিটি নেতা ফয়ছল রহমান।
অনুষ্ঠানে আগত শিশু কিশোররা বাংলাদেশ বিষয়ক চিত্রাংক প্রতিযোগিতায় অংশনেয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা শিশু কিশোরদের মধ্যে পুরস্কার তুলেদেন।
সকাল ১০টায় ওয়েলফেয়ার ভবনের নিচতলার সেমিনার হলে, বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ফয়সল রহমান এর তত্ত্বাবদানে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
কমিউনিটির পক্ষ থেকে বিজয় দিবসের তাৎপর্যের উপর আলোচনায় আরোও যারা অংশগ্রহণ করেন সংগঠনের অন্যতম প্রতিষ্টাতা আজাদ আলী, প্রাক্তন সম্পাদক কামাল জামান, প্রাক্তন সম্পাদক আনোয়ার হুসেন বাচ্চু, ইসি সদস্য হাফিজুর রহমান এবং বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সুবিনা জামান।
প্রধান অতিথি ক্রয়ডন মেয়র পেট্রিক হে জাস্টিস, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ী শিশু কিশোরদের মাঝে উপহার তুলে দেওয়ার পাশাপাশি সংঘঠনের কিশোরী সদস্যা সামীনা হকের সংগ্রহে এবং আই টি বিশেষজ্ঞ কামাল জামানের তত্ত্বাবদানে বাংলাদেশর স্বাধীনতা সংগ্রাম ও বিজয় দিবস নিয়ে একটি ডকুমেন্টারি ভিডিও উপভোগ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আনহার মিয়া, জোবায়ের কবির, রুমেল জহুর, ইফতি আতা রফি, মাহবুবুর রহমান, তফাজ্জুল হোসেন এবং সংগঠনের আজীবন ও সাধারণ সদস্যদের মধ্যে সর্বজনাব– আব্দুর জহুর, আমৎর আলী, গিয়াস উদ্দিন, নরুল ইসলাম, ইয়াওর আলী রুনু, গুলজার আহমেদ, রুহেলা ইয়াসমিন সীমা, মিসেস রফি, আব্দুল মতিন চৌধুরী, মনিরুজ্জামান, আবু মুসা, সুয়েব রহমান, ইব্রাহিম রহমান, আব্দুস সোবহান প্রমুখ।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ক্রয়ডনের সাপ্লিমেন্টারী স্কুলের শিক্ষক ইউসুফ আলি, ইকবাল রহমান, এবং রউজি উদ্দিনের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠান যেন এক শিশু-কিশোরদের মিলন মেলায় পরিনত হয়েছিল।

