আমিনুল হক ওয়েছ :: ওল্ডহ্যাম আওয়ামীলীগ ও যুবলীগের যৌথ উদ্দ্যোগে পালন করা হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। এ উপলক্ষ্যে গত ১৫ ডিসেম্বর দিবাগত রাতে বিজয় দিবসের উপড় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওল্ডহ্যাম আওয়ামীলীগের সহ-সভাপতি হান্নান মিয়ার সভাপতিত্বে,ওল্ডহ্যাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গীতিকার মোফাজ্জিল খান ও যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা, সাংবাদিক, কলামিষ্ট মোহাম্মদ আজিজুর রহমান দারার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন ওল্ডহ্যাম আওয়ামীলীগের ধর্ম সম্পাদক ক্বারী আব্দুল আহাদ। পরে মহান বিজয় দিবসের আলোচনা সভার শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভায় টেলি কনফারেন্সর মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। তিনি বিজয়ের প্রথম পহরে বিজয় দিবসের আলোচনা সভাকরার জন্য ওল্ডহ্যাম আওয়ামীলীগ ও যুবলীগকে ধন্যবাদ জ্ঞাপন করে আগামী পৌর নির্বাচনে যার যার অবস্থান থেকে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহ্ববান জানান। সাথে সাথে ওল্ডহ্যাম আওয়ামীলীগের কার্যক্রম চালিয়ে যেতে সাধারণ সম্পাদক মোফাজ্জিল খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান দারাকে নির্দশনা দেন। আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছুরাবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ব্রাডফোড আওয়ামীলীগের সভাপতি শওকত আহমদ এমবি.ই। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জি.এস.সি নর্থ ওয়েষ্ট গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি এম.সি কলেজের সাবেক ভিপি সৈয়দ মুজিবুর রহমান, উইরাল আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম মধু , চেষ্টার নর্থ ওয়েল্স আওয়ামীলীগের সভাপতি এটি.এম লোকমান আহমদ, বার্নলী আওয়ামীলীগের আহ্ববায়ক আলতাফ হোসেন জুয়েল প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামীলীগের ত্রাণ ও পূর্নবান সম্পাদক মদরিছ আলী। বক্তব্য রাখেন ম্যানচেষ্টার আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, গউছ মিয়া, ম্যানচেষ্টার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মস্তফা, বার্নলী আওয়ামীলীগের সদস্য সচিব আনছার উদ্দিন আহমদ, যুগ্ম আহ্বায়ক হাজী মাহমুদ মিয়া, হাইড আওয়ামীলীগের আহ্বায়ক ছুরত মিয়া, জি.এস.সি লিভারপুল শাখার সভাপতি মোনিম খান, স্পেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি সুরুজ্জামান মান্নান খাতুন, লিভারপুল মারছিসাইড আওয়ামীলীগের সহ-সভাপতি খাইরুল ইসলাম, ব্রেডফোড আওয়ামীলীগের সহ-সভাপতি সুনু মিয়া, বঙ্গবন্ধু পরিষদ ম্যানচেষ্টারের সভাপতি রুহুল আমিন চৌঃ মামুন, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ হউসের সহ-সভাপতিসাইকুল ইসলাম, গ্রেটার ম্যানচেষ্টার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুল হক ওয়েছ, রচডেল আওয়ামীলীগের সহ-সভাপতি দিলশাদ মিয়া, মুহিবুর রহমান, কোহিনূর মিয়া পাঠান, আবু বক্কর, আবুল হোসেন, লিভারপুল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুমিন খান, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ,সৈয়দ মুস্তাকিম আলী ফরিদ মিয়া ,উইরাল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহী চৌধুরী প্রমুখ।