
জগন্নাথপুরে নারী ফোরামের উদ্যোগে রোকেয়া দিবস উদযাপন
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ডিসেম্বর - ৯ - ২০১৫ | ৯: ৫৩ অপরাহ্ণ

জগন্নাথপুর অফিস :: উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় নারী উন্নয়ন ফোরাম উপজেলা শাখার সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লেখক ও সাহিত্যিক মুক্তাদির আহমদ মুক্তা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থীদের অবমাননাকর প্রতীক বরাদ্ধের তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তিনি রোকেয়া দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরনের অগ্রদূত। নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক জয়গুন নেছার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ফোরামের কোষাধ্যক্ষ আম্বিয়া বেগম, সদস্য রাজিয়া বেগম, ফেরদৌস বেগম তানিয়া, সালমা বেগম, স্বপ্না রানী রায়, সাজনা বেগম, মহিলা কাউন্সিলর বাহারজান বিবি প্রমূখ।