বিয়ানীবাজারে দুই ডাকাতকে গণপিটুনি

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Syl Picনিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বাগবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়েছে জনতা। তাদের অবস্থা আশঙ্কাজনক। সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। রোববার রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান, বাগবাড়ি এলাকার এবাদ আহমদের বাড়িতে ডাকাতরা হানা দেয়। তবে তাদের তৎপরতা টের পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাতের হানার বিষয়টি প্রচার করেন। এসময় এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে ডাকাত দলকে ঘেরাও করে।

তবে ডাকাতদলের বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে দুই জন। জনতা এদের গণপিটুনি দেয়।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার রোষানল থেকে ওই দুই ডাকাতকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেছে।

ওসি জুবের আরো জানান, পিটুনিতে ডাকাতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কাছ থেকে নাম-পরিচয় কিছুই জানা সম্ভব হয়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪