AM-ACCOUNTANCY-SERVICES-BBB

শক্তিশালী ও ঐক্যবদ্ধ যুক্তরাজ্য যুবদলের প্রত্যাশা করি -আফজাল হোসেন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: নভেম্বর - ১৫ - ২০১৫ | ৩: ৫৬ অপরাহ্ণ

mail.google.com_

যুক্তরাজ্য যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা দেওয়ান মুকাদ্দেম চৌধুরী নিয়াজ এর ঐক্লান্তিক প্রচেষ্টায় যুক্তরাজ্যের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে প্রথমবারেরমত সরাসরি ভোটের মাধ্যমে আগামী ১৬ই নভেম্বর যুবদলের সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে। আর উক্ত সম্মেলনে ভোটগ্রহণ করার জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এবং ৬১ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটির ৫৫জন এবং ১৮জোনাল কমিটির ২ জন করে ৩৬জন সর্বমোট ৯১জন ভোটার গোপন ব্যালেট এর মাধ্যমে গুরুত্বপুর্ন্য ৩টি পদ সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট দিয়ে আগামী দুই বছরের জন্য যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠনের প্রক্রিয়া সম্পুর্ন্ করবেন। প্রত্যেক পদের জন্য নমিনেশন জমা,যাচাই বাছাই ও প্রত্যাহার অতিবাহিত করে শেষ পর্যন্ত সভাপতি পদে ৩জন,সাধারণ সম্পাদক পদে ৩জন এবং সাংগঠনিক সম্পাদক ৪জন প্রতিদন্দিতা করছেন।

উক্ত সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন এক প্রেস বার্তার মাধ্যমে প্রার্থীতার কারণ ও লক্ষ্য এবং যুক্তরাজ্য যুবদল নিয়ে তার ভাবনার প্রকাশ করেন।
প্রথমত তিনি উল্লেখ করেন স্কুল জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর দেশগড়ার গল্প শুনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জাতীয়তাবাদী দলের রাজনীতি শুরু করে এ পর্যন্ত দীর্ঘদিন যাবত দলের সুসময় ও দুর্সময় অতিবাহিতকালে একজন একনিষ্ট কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাচ্ছেন। দলের একজন নিবেদিত কর্মীর মূল্যায়ন স্বরূপ এ পর্যন্ত তিনি বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীর দিক নির্দেশনায় দীর্ঘদিন রাজনীতি করার সুযোগসহ তার নিজ উপজেলা বিশ্বনাথ এর ছাত্রদলের সাধারণ সম্পাদক,সিলেট জেলা ছাত্রদলের সদস্য,পরবতীতে বিশ্বনাথ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জিসাস সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক এর দায়িত্ব পালন পরে যুক্তরাজ্য এসে প্রথমে যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটির সদস্য পরবর্তিতে পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম সম্পাদকসহ কিছুদিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন এর পাশাপশি যুক্তরাজ্য বিএনপির বর্তমান কমিটির পূর্ব কমিটিতে সহ-যুববিষয়ক সম্পাদক
পদে দায়িত্ব পালন করেছেন এবং যুক্তরাজ্য যুবদলের বর্তমান আহবায়ক কমিটির সদস্য হিসেবে তিনি দলের কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন দলের জন্য কঠোর পরিশ্রম বিশেষ করে যুক্তরাজ্যের মধ্যে অন্যতম বৃহৎ সংগঠন জাতীয়তাবাদী যুবদলে দীর্ঘদিন কাজ করার সুবাদে নিজের অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বর্তমান বাকশালী ও অবৈধ আওয়ামী সরকারের দুশাসন এর বিরুদ্ধে বহির্বিশ্বে জনমত সৃষ্টি সহ আন্দোলন সংগ্রাম গড়ে এবং বিএনপির চেয়ারপারসন  আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে  একটি স্বাধীন ও ইসলামী মুল্যবোদের জাতীয়তাবাদী সরকার গঠনে বহির্বিশ্বে নেতৃত্বের ভুমিকা পালন এর লক্ষে যুক্তরাজ্য যুবদল এর আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি।

দীর্ঘদিন দলের কাজ করতে গিয়ে অনেক দুর্যোগময় মুহূর্ততের উল্লেখ করে যেমন ৯৬ সালে বাকশালী আওয়ামী সরকার গঠন করার পর বার বার কারা বরণ,মিথ্যা ও হয়রানি মূলক মামলা ও আওয়ামীদের হামলার শিকার সহ সিলেট ল’কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে প্রার্থী হওয়ার বিশেষ অভিজ্ঞতাসহ প্রবাস জীবনেও দলের জন্য দীর্ঘদিন যাবত কাজ করার সুবাদে আশাবাদ ব্যক্ত করেন যে,আগামী ১৬ই নভেম্বর যুক্তরাজ্য যুবদলের দ্বিবার্ষিক সম্মেলনে যুক্তরাজ্য যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও প্রত্যেক জোনাল এর ভোটার বৃন্দ আমাকে সাধারণ সম্পাদক পদে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং তিনি সম্মানিত কাউন্সিলর বৃন্দের সু বিবেচিত রায়ের উপর সম্পূর্ন্ আস্থার আশ্বাস জানিয়ে বলেন,আমি নির্বাচিত হই অথবা না হই অতীতে ও বর্তমানে যেমন দলের জন্য সক্রিয় কাজ করছি ভবিষ্যতেও করে যাব কারণ আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তূ প্রতিহিংসা নেই। আর আমি সবসময় আমার প্রিয়নেতা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সেই অমর বাণী”ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ”বুকে লালন করে রাজনীতিতে পদচারণ করি। আর আপনাদের মহামূল্যবান ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হয় তাহলে কোনো ব্যক্তি বা গ্রুপের সাধারণ সম্পাদক নয় ঐক্যবদ্ধ একটি শক্তিশালী যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি আর সকল ত্যাগী,অভিজ্ঞ,নিবেদিত নেতা কর্মীর মূল্যায়ন করে বিশেষ করে যুক্তরাজ্জ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা নেতৃবৃন্দ এবং প্রত্যেক জোনালের ভুমিকা কে প্রাধ্যান্য দিয়ে একটি ঐক্যবদ্ধ যুক্তরাজ্য যুবদলে বিএনপির চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর আহবানে দেশ বাচাও মানুষ বাচাও আন্দোলনে  আমি বলিষ্ট ভুমিকা রাখব।

আরো সংবাদ