Search
Close this search box.

বরের বয়স ৯ কনের ৬২

Facebook
Twitter
WhatsApp

36369_32দক্ষিণ আফ্রিকার ৯ বছর বয়সী এক স্কুল বালক দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে ৬২ বছর বয়সী এক নারীর সঙ্গে। গত বছরও তারা একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। দক্ষিণ আফ্রিকার জিমহাংউয়েতে নিজ বাড়িতে ১০০ জনের মতো আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। বরের নাম সানেইয়ে ম্যাসিলেলা ও কনে হেলেন শাবাংগু। বিয়েতে কনে অর্থাৎ হেলেন শাবাংগুর প্রথম স্বামী ও তাদের ৫ সন্তান উপস্থিত ছিলেন। এই জুটির এর আগে গত বছরও একবার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের স্বীকৃতি পেতে দক্ষিণ আফ্রিকান ঐতিহ্য অনুযায়ী পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা। কেন এই বিয়ে? কারণটা জানালেন সানেইয়ের ৪৭ বছর বয়সী মাতা। তিনি বললেন, তাদের বিশ্বাস এই বিয়ে তাদের পূর্ব পুরুষকে খুশি করবে। এটি না হলে তাদের পরিবারে যে কোন দুর্ঘটনা নেমে আসতো। তবে সানেইয়ে এই বিয়েতে লজ্জা পাচ্ছে না, বরং সেও খুশি। এদিকে কনের প্রথম স্বামী জানালেন, এই বিয়েতে তার ও তার সন্তানদের আপত্তি নেই। লোকে যাই বলুক, তারা তাতে কর্ণপাত করবেন না। মানুষজনের কৌতূহল, এই অসম জুটি কি বিয়ের পর একসঙ্গে থাকবে, ঘুমাবে বা সন্তান জন্ম দেবে? উত্তর দিয়েছেন সানেইয়ের মা। তিনি বলেন, এই বিয়ে স্রেফ প্রতীকী। এই বিয়ের পর তারা আবার নিজ নিজ জীবনে ফিরে যাবেন। উল্লেখ্য, সানেইয়ের স্ত্রীর বয়স প্রায় তার দাদীর সমান!

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত