Search
Close this search box.

জগন্নাথপুরে পৃথক ২ খুন

Facebook
Twitter
WhatsApp

logo-chakku-khunজগন্নাথপুর(সুনামগঞ্জ) :সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন থাকার এক সপ্তাহ পর সুনা মিয়া(৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  অপরদিকে  আশারকান্দি ইউনিয়নের পারুবন হাওরে থেকে বাবুল মিয়া(৪০)  নামে এক মাঝির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুটি খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের  সুনা মিয়ার কাছ থেকে একই গ্রামের ইরফান আলীর ছেলে তারামুল মিয়া(৩০) প্রায় তিন মাস আগে কিছু টাকা ধার নেয়। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২৪ জুলাই তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওই দিনই তারামুল মিয়া তার ভাইসহ আত্বীয় স্বজনকে নিয়ে সুনা মিয়ার ওপর হামলা চালায়। এতে সুনা মিয়া গুরুতর আহত হন। এক সপ্তাহ চিকিৎসাধীন থাকাবস্থায় সুনা মিয়া সোমবার মারা যান। এঘটনায় সুনা মিয়ার বড় ভাই লাল মিয়া বাদী হয়ে সোমবার রাতে জগন্নাথপুর থানায় ৮জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।  অপরদিকে শনিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর নৌকা ঘাট থেকে ৪জন লোক দাওরাই যাওয়ার কথা বলে একটি ইঞ্জিন নৌকা ভাড়া নেয়। এরপর থেকে নৌকার চালকের আর সন্ধান পাওয়া যায়নি। সোমবার রাতে হাওরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় এলাকাবাসী আশারকান্দি ইউনিয়নের ফেচি শেওড়া গ্রামে নৌকার মাঝি  বাবুল মিয়া (৪২) এর বলে সনাক্ত করে। অপরদিকে নবীগঞ্জ থানা পুলিশ ডাকাতির প্রস্তুুতিকালে  ইনাতগঞ্জ বাজার এলাকা থেকে ইঞ্জিন নৌকাসহ ৪জনকে আটক করে। আটককৃত নৌকাটি মৃত মাঝির নৌকা হিসেবে সনাক্ত করায় প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আটককৃত ব্যক্তিরাই ডাকাতির উদ্যেশে নৌকার মাঝি বাবুল মিয়াকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে নৌকা নিয়ে পালিয়ে যায়।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, পুলিশ দুটি হত্যাকান্ডের ঘটনায় গুরুত্ব সহকারে দেখছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত