AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দৈনিক সবুজ সিলেট সম্পাদকসহ তিনজন কে কারাগারে প্রেরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: আগস্ট - ৪ - ২০১৪ | ৭: ০১ অপরাহ্ণ

10579983 191014887735473 168650463509652637 n

10579983_191014887735473_168650463509652637_nবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : সিলেটের দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান মুজিবসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেট চিফ মেট্রোপপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. শাহেদুল করিম একটি জালিয়াতি মামলায় তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। কারান্তরীন অন্যরা হলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মওদুদুল হক মওদুদ এবং মুজিবুর রহমানের শ্যালক সেলিম আহমদ। তবে একই মামলার আসামী আব্দুল জলিল ও জয়নাল আহমদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১২ সেপ্টম্বর শাহপরান থানার খদিম চৌমুহনীর বারাকাত ভবনের হাজী শফিক উদ্দিনের ছেলে জুবের আহমদ বাদি হয়ে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, আব্দুল জলিল ও জয়নাল আহমদ এর বিরুদ্ধে জাল-জালিয়াতির অভিযোগ এনে দরখাস্ত মামলা করেন। আদালত বিষয়টি তদন্তের জন্য সিলেট কোতোয়ালি মডেল থানাকে নিদের্শ দেন।

মামলা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সিপেক্টার শাহীন উদ্দিন তদন্ত করে মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, মুজিবুর রহমান, আব্দুল জলিল, জয়নাল আহমদ, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জালিয়াতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআর মামলা নং ১২৫/২০১৪ চালু করে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।আসামীরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের উপর গ্রেফতারী পরওয়ানা জারি করে।  সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান মুজিব ও জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, সেলিম আহমদ, আব্দুল জলিল ও জয়নাল আহমদ উচ্চ আদালত থেকে জামিন নেন। উচ্চ আদালত নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেয়ার নিদের্শ দেন। উচ্চ আদালতের নিদের্শ মোতাবেক সোমবার  তারা সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত সম্পাদক মুজিবুর রহমানসহ তিন জনের জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ