AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সবাই ছুটছে ‘কুটুমবাড়ি’!

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৩১ - ২০১৪ | ৩: ২৬ অপরাহ্ণ

traveler-couple

রফিকুল ইসলাম কামাল : শুধু ঈদ নয়, পূজা-পার্বণসহ যেকোনো ধর্মীয় অনুষ্ঠানের ছুটির ফাঁকে আত্মীয়স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া বাংলাদেশের মানুষের, বিশেষ করে সিলেটিদের একেবারে মজ্জাগত অভ্যাস! তবে বছরের দুই ঈদকে ঘিরেই এই বেড়ানোর কাজটা বিপুল উৎসাহের সাথে করা হয়। আর আত্মীয়স্বজনদের বাসা-বাড়িতে বেড়াতে যাওয়াকে সিলেটের আঞ্চলিক ভাষায় বলা হয় ‘কুটুমবাড়ি’ যাওয়া।

প্রতিবছরের প্রতি ঈদের ন্যায় এবছরও পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটিতে মানুষ ছুটছে কুটুমবাড়ি। কর্মহীন অলস সময়টা অমুকের বাড়ি, তমুকের বাসায় যাওয়া-আসার মধ্যেই কাটাচ্ছে মানুষ। সাথে মজাদার সব পিঠা-পুলি, নাশতার সমাহার যে থাকেই- সেটা বলাই বাহুল্যতা!

মঙ্গলবার, ঈদের দিন সকালে আকাশের ক্রন্দন দেখে অনেকেই দীর্ঘশ্বাস ছেড়েছিলেন- ঈদের দিনটা বুঝি জলেই গেল! বৃষ্টির কারণে বাইরে বেরোনো নিয়ে মানুষের মধ্যে ছিল সংশয়। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই সংশয়-শংকা কিছুই আর থাকেনি মানুষের। আকাশের মেঘকে সরিয়ে দিয়ে সূর্য তার আপন আলোয় আলোকিত করে তুলে ঈদের দিনকে।

এরপর একে একে ‘কুটুমবাড়ি’ যাওয়ার ধুম পড়ে সবার মধ্যে। কেউবা ছুটে নানুর বাড়ি, কেউবা ছুটে বোনের বাড়ি। বয়স্করা নানা স্বাদের টিফিন সাজিয়ে মেয়ের জামাইয়ের জন্য নিয়ে যান। আবার অনেকেই স্ত্রী-সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। বিশেষ করে যারা নববিবাহিত, তারা ঈদের জা’মাত শেষ করেই শ্বশুরবাড়িতে ছুট লাগান!

এদিকে ঈদের দিন থেকে  কুটুমবাড়ি যাওয়া অব্যাহত আছে। এই যাওয়া-আসার ধারা কয়েকদিনই চলবে।

আরো সংবাদ