AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে নৈশ প্রহরী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ১২ - ২০১৪ | ১০: ১৭ অপরাহ্ণ

arrest logo 93 em 31614 0 22776

arrest_logo-93-em_31614_0_22776-300x180

বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে মাদ্রাসার নৈশ প্রহরী আবদুল মতিন হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দেওকলস ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ দুলনকে গ্রেফতার করেছে পুলিশ। দুলন উপজেলার জগতপুর (কাইরঘাট) গ্রামের ফয়াজ মিয়ার ছেলে। শনিবার বিকেলে কাহিরঘাট বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এদিকে, তাকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছে দুলনের পরিবার এমন দাবি করলেও মামলার তদন্তকারী কর্মকর্তার দাবি করছেন মতিন হত্যায় তার (দুলনের) সংশ্লিষ্টতা রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই টিপু সুলতান  বলেন, গত মঙ্গলবার একই গ্রামের মোফাজ্জলকে গ্রেফতার করা হলে বুধবার ১৬৪ ধারা জবানবন্ধিতে মোফাজ্জল দুলনের নাম উল্লেখ করেছে। এছাড়া কাহিরঘাট বাজারে দুলনের দোকান ঘরে বসে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ জুন রাতে উপজেলার দেওকলস ইউনিয়নের কাইরঘাট মিছবাউল উলুম মাদ্রাসার নৈশপ্রহরী আবদুল মতিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ২৩ জুন নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। ঘটনার ১৯দিন পর গত ৮ জুলাই মঙ্গলবার বিকেলে মামলা তদন্তকারী কর্মকর্তা জগতপুর গ্রামের মৃত মুছলিম আলীর ছেলে মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের পরদিন ৯জুলাই থানার ওসি রফিকুল হোসেন মোফাজ্জল হোসেনর জবানবন্ধির একটি লিখিত প্রেসরিলিজ স্থানীয় সাংবাদিকদের দেন।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, ৯ জুলাই বুধবার সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেন চৌধুরীর নিকট আদালতে ১৬৪ ধারা জবানবন্ধিতে স্বীকারুক্তি দিয়েছে মোফাজ্জল । এতে বলা হয় জগতপুরের সুরুজ আলী ও সুন্দর আলীর প্ররোচনায় ৫০ হাজার টাকার বিনিময়ে মাদ্রাসা থেকে জমির দলিলাদি চুরি করতে গিয়ে প্রহরী মতিন খানকে খুন করে মোফাজ্জল। কিন্তু লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে সুরুজ আলী ও সুন্দর আলীর নাম প্রকাশ করা হলেও যুবলীগ নেতা দুলনের নাম উল্লেখ করা হয়নি।

আরো সংবাদ