AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথ বিএনপি’র ইফতার মাহফিল ১৩ জুলাই : উপস্থিত থাকবেন লুনা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ৮ - ২০১৪ | ৫: ০৮ অপরাহ্ণ

4312

4312বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আগামী ১৩জুলাই রবিবার স্থানীয় আনিকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী ও সিলেট জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদী লুনা।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীসহ বিশ্বনাথের সর্বস্থরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক জালাল উদ্দিন চেয়ারম্যান।
এদিকে, ইফতার মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বনাথ উপজেলা বিএনপির এক কর্মী সভা গত সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন চেয়ার ম্যানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম কছির, লিলু মিয়া চেয়ারম্যান, বশির আহমদ, আলতাবুর রহমান, এটিএম নূর উদ্দিন, সিরাজ খান, আখলিছ আলী সরকার, বিএনপি নেতা মতছির আলী, শামিম আহমদ, কলমদর আলী প্রমূখ।

আরো সংবাদ