Search
Close this search box.

সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

Facebook
Twitter
WhatsApp

images34বিশ্বনাথ নিউজ ২৪ : ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষে  সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত  সিলেট মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফাতাহ ফত্তেহকে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের ৭ দফা দাবি জানায়। দাবি বাস্তবায়ন না হলে কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেশন ফি সহ বেতন ৮ হাজার টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা করা, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ফি মওকুফ, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ, পরিবহন সমস্যার সমাধান, স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র চালু, কলেজে নিয়মিত পাঠদান করানো, শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান- এই ৭ দফা দাবিতে বুধবার সকাল ১১টা থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়। দুপুর ১টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখার সময় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন আলী হোসেন, হেলাল আহমদ, কাজী মেরাজ, সুমন আহমদ প্রমুখ।
এদিকে, সমস্যা সমাধানের জন্য শিক্ষার্থীদের সাথে কলেজ কর্তৃপক্ষ আলোচনা বসে।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত