AM-ACCOUNTANCY-SERVICES-BBB

গোয়াইনঘাটে নারী নির্যাতন প্রতিরোধ ও ওপেন হাউজ‘ডে অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৪ - ২০১৪ | ২: ৩৩ অপরাহ্ণ

20140624 131845

20140624_131845গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেট উত্তর‘র অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান বলেছেন  অপরাধ দমনে পুলিশ ও জনগনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি করতে হবে। তিনি বলেন শুধু পুলিশী রাষ্ট দিয়ে শান্তি শৃংখলা আশা করা যায় না। সকল নাগরিক সচেতন ও আন্তরিকভাবে কাজ করলে যে কোন দেশের শান্তি  লাভ সম্ভব। তিনি নারী নির্যাতন ও বাল্য বিবাহ রোধে স্থানীয় জন-প্রতিনিধিদেরে  দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন বিশেষ করে জন্ম নিবন্ধন সনদ প্রদানে যাচাই বাছাই কওে দিতে হবে। বাল্য বিবাহে এবার অভিবাবকদের শান্তির বিধান সরকার করেছে। তাই জনপ্রতিনিধি, অভিবাবকসহ সকলকে সচেতন হয়ে কাজ করার আহবান জানান।
তিনি মঙ্গলবার গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ বন্ধ ও ওপেন হাউজ‘ডে অনুষ্ঠানে তিনি প্রধান অথিতি‘র বক্তব্যে এসব কথা বলেন। দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই এর সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই হাদি-উজ্জামান‘র পরিচালনা এতে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহ¤ম্মদ আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামলীগ‘র সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সহ-সভাপতি আজিজুর রহমান, সেক্রেটারী গোলাম কিবরিয়া হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ওসি তদন্ত রুহুল আমীন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি মনজুর আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুবলীগ নেতা তাজ উদ্দিন। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামীলীগ‘র সহ-সভাপতি মোঃ আছলম, গোয়াইনঘাট উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, প্রেসক্লাব সেক্রেটারী এমএ মতিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সদস্য করীম মাহমুদ, সমাজসেবী ই্সলাম উদ্দিন, তাহির আলী প্রমুখ।

আরো সংবাদ